Reported By : Masud Rana
৪ ঠা ডিসেম্বর, রবিবার, মুর্শিদাবাদের জলঙ্গীর সাহেবরামপুর এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত হয় দুই যুবক। আহতদের নাম লালন বিশ্বাস (৩২) এবং সোহেল মন্ডল (১৬)। আহতদের দুজনেরই বাড়ি ডোমকলের বাবলাবোনা এলাকায়। অ্যাক্সিডেন্টের পর চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। জানা যায়, বাড়ি থেকে জলঙ্গীতে ব্যবসার টাকা কালেকশনের জন্য যাচ্ছিল কাকা ভাইপো মিলে। সাহেবরামপুর এলাকা আসতেই রাজ্য সড়কের উপর শেয়াল উঠে পড়ে। আর তারপরেই শেয়ালের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই পড়ে যায় দুজনে। উক্ত ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।