Skip to content
জলঙ্গী থানার এসআই অনিমেষ দাসের বিরুদ্ধে মারধরের অভিযোগ

জলঙ্গী থানার এসআই অনিমেষ দাসের বিরুদ্ধে মারধরের অভিযোগ

গতরাত্রে আনুমানিক সাড়ে তিনটের সময় সাগর পাড়া থানার রওশন নগর গ্রামের রাকিবুল শেখ ও হাসিবুল সেখ নামে দুই ভাইকে জলঙ্গী থানার এসআই অনিমেষ দাস মদ মক্ত অবস্থায় প্রচন্ডভাবে মারধোর করে গোপনাঙ্গ মারে হাত এক্সরে করে দেখা যায় সেখানে ভাঙার চিহ্ন বর্তমানে তারা ডোমকল মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন খালি গায়ে রাকিবুল সেখ বড় ভাই এবং লাল জামা হাসিবুল শেখ ছোট ভাই রাকিবুল কে স্যালাইন এবং অক্সিজেন দেওয়া হচ্ছে কারণ বুকে মারার ফলে তার শ্বাসকষ্ট হচ্ছে জলঙ্গী থানা সাগরপাড়া থানা এসডিপিও সিআই এবং এসপিকে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে।

Leave a Reply

error: Content is protected !!