Reported By : Masud Rana
৭ ই ডিসেম্বর, বুধবার, মুর্শিদাবাদের ডোমকলের জুগিন্দা কালিতলা মোড় এলাকায় সকাল ১০ টা নাগাদ বাইক ও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। মৃতের নাম রেজাউল আলম সিদ্দিক (২০)। যদিও মৃতের বাড়ি বর্ধমানে। জানা যায়, ডোমকলের দিক থেকে বাগডাঙ্গার দিকে যাচ্ছিল বর্ধমানের ঐ ব্যাক্তি। অপরদিক বাগডাঙ্গা থেকে ডোমকলের দিকে যাচ্ছিল আলু বোঝাই পিকআপ ভ্যানটি। কালিতলা মোড় এলাকা আসতেই মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ওই ঘটনায় গুরুতর আহত হয়ে পড়লে ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।