সমাজসেবায় বিধায়ক গৌরীশংকর ঘোষ

সমাজসেবায় বিধায়ক গৌরীশংকর ঘোষ

Reported By : Masud Rana ৯ ই ডিসেম্বর, শুক্রবার, মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক শ্রী গৌরীশংকর ঘোষ লালবাগের মিটিং এর উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিলেন সেই সময় প্রসাদপুর পঞ্চায়েত ছেড়ে এসে মাঠের মধ্যে রাস্তায় একটি শুকনো গাছের ডাল টোটোর উপর ভেঙে পড়ায় টোটো উল্টে গুরুতর আহত হন এক মহিলা,ও টোটো চালক। বিধায়ক তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে আহত ব্যক্তিদের নিজের গাড়িতে করে হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করান। হাসপাতালে কারেন্টে না থাকার জন্য এক্সরে হচ্ছে না ,তিনি ক্ষোপ প্রকাশ করে বলেন কারেন্ট নাই,তাই এক্সরে হচ্ছে না, অসুস্থ রোগী এক্সরের অভাবে বসে আছেন।

Leave a Reply

error: Content is protected !!