৪৬ তম কেন্দ্রীয় শারীর শিক্ষা শিবির ২০২২

৪৬ তম কেন্দ্রীয় শারীর শিক্ষা শিবির ২০২২

Reported By : News Desk
১৩ ই ডিসেম্বর, মঙ্গলবার, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর আর্য্য বিদ্যাপীঠে ৪৬ তম কেন্দ্রীয় শারীর শিক্ষা শিবির ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৫ থেকে ৩১শে ডিসেম্বর। অল বেঙ্গল চিলড্রেন ফেডারেশন (সারা বাংলা শিশু সংস্থা) পরিচালিত এই শিবির হবে মথুরাপুর আর্য্য বিদ্যাপীঠে। ওই শিবিরে সমবেত শ্রেণী বিভাগে কুচকাওয়াজ, লোকগীতি, উদ্যানবিদ্যা, পরিবেশ সংক্রান্ত, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হবে। আর বিশেষ শ্রেণী বিভাগে শিক্ষণীয় বিষয়গুলো হল : ব্রতচারী, লোকনৃত্য, জিমন্যাস্টিকস্, ফ্যান্সি ড্রিল, যোগব্যায়াম, কবাডি, খো খো, ব্যান্ড ও বাঁশি, লাঠি খেলা, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি। উল্লেখ্য, ওই শিবিরে প্রায় ৬০০ শিক্ষার্থী গ্রহণ করা হবে।
বয়স সীমা ৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
জানানো যাচ্ছে যে, আগ্রহীরা
সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য (৮৯০২৩৯১৯০৯), বিশ্বজিৎ নাইয়া
মথুরাপুর আর্য বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ( উঃ মাঃ) ও শিবির সম্পাদক (৯৭৩৩৫১৬৪০৮)- এর সাথে যোগাযোগ করুন।

Leave a Reply

Translate »
error: Content is protected !!