দুবরাজপুরে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে পৌর প্রশাসক

দুবরাজপুরে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে পৌর প্রশাসক

সাধারন মানুষকে আর কোনো অফিসের চক্কর কাটতে হবে না, এমনকী হয়রানির শিকারও হতে হবে না। সাধারন মানুষের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দুয়ারে সরকারকে নিয়ে চলে এসেছেন। যার পোশাকি নাম দেওয়া হয়েছে দুয়ারে সরকার। সারা রাজ্যের মানুষ নিজেদের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে। এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে ১৬ আগস্ট থেকে। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তাই আজ দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় ইসলামপুর মেহেদি অনুষ্ঠান ভবনে ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সকাল থেকেই দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হোন। সরকারের যতগুলো প্রকল্প আছে তার মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিতে মহিলাদের ভীড় লক্ষ্য করা গেল। সাধারন মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে সরেজমিনে এলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মানিক মুখার্জী, দুবরাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি তথা প্রাক্তন উপ পৌর প্রধান সেখ নূর মহম্মদ, এই ওয়ার্ডের যুব সভাপতি সেখ জামির, সেখ সরফরাজ সহ আরো অনেকে। পাশাপাশি যাঁরা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম নিতে আসছেন কিন্তু ফর্ম পূরণ করতে পারছেন না তাঁদের সহায়তা করার জন্য এদিন এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটি অস্থায়ী ক্যাম্প করেছিলেন। তাছাড়াও পৌরসভার পক্ষ থেকে জলের বোতল, মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছিল।

Leave a Reply

error: Content is protected !!