Skip to content
আইনি বাধা কাটিয়ে উঠল সংবাদমাধ্যম, এবার প্রকাশ্যে এসেছে অভিযুক্তের পরিচয়

আইনি বাধা কাটিয়ে উঠল সংবাদমাধ্যম, এবার প্রকাশ্যে এসেছে অভিযুক্তের পরিচয়

Reported By :- News Desk

9 আগস্ট 2024 আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ধর্ষণ ও হত্যাকাণ্ডে সঞ্জয় রাইকে অভিযুক্ত হিসেবে পুলিশ গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির মামলা দায়ের করে।গত 18 ই জানুয়ারি অর্থাৎ শনিবার দোষী সঞ্জয় রায় কে শিয়ালদাহ কোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেন। এবং 20শে জানুয়ারি অর্থাৎ সোমবার তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেন । সাজা ঘোষণার পর দোষীর শেষ বয়ান “আমি নির্দোষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আমাকে ফাঁসানো হয়েছে ।(” সাজা ঘোষণার পর আইনি জটিলতা সহজ হবার কারণে আমাদের সংবাদ মাধ্যম “gtvlivenewsbangla”দোষীর ছবি প্রকাশ করলো )।

Leave a Reply

error: Content is protected !!