Skip to content
A.S. Modern English Academy-র উদ্যোগে স্বাধীনতার ৭৮ তম বর্ষপূর্তি উদযাপন

A.S. Modern English Academy-র উদ্যোগে স্বাধীনতার ৭৮ তম বর্ষপূর্তি উদযাপন

Reporetd By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া ১ নম্বর পঞ্চায়েতের বুড়িহান A.S. Modern English Academy তে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলার উদ্দেশ্যে একাডেমির ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করে। তাদের দেশভক্তি গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং বক্তৃতা দর্শকদের মুগ্ধ করে। এই অনুষ্ঠান নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের বীজ বপন করতে বিশেষ ভূমিকা পালন করে। একাডেমির কর্ণধার আতাউর রহমান মাদানী বলেন, "ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করতে এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত জরুরি।" তিনি আরও উল্লেখ করেন, "এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি তাদের জীবনে দেশের প্রতি দায়িত্বশীলতার শিক্ষা দেয়।" A.S. Modern English Academy-র এই আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থীদের মননে স্বাধীনতার সঠিক অর্থ ও মূল্যবোধকে প্রোথিত করবে। অনুষ্ঠান শেষে, সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়, যা তাদের ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Leave a Reply

error: Content is protected !!