৩৭৮ দিনের জেদি লড়াই জিতে ফিরছেন কৃষকরা। কোনভাবেই ঐক্যবদ্ধ আন্দোলন কে ভাঙতে না পেরে ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন, ৩ কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হবে। কৃষকরা তারপরেও ময়দান ছাড়েনি, বলেছিলেন সংসদ আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করুক। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে তিন আইন তোলার জন্য বিল কেন্দ্র। তা অনুমোদিত হয়, পরে রাষ্ট্রপতিও সম্মতি দেন। নরেন্দ্র মোদির সাধের তিন আইন বাতিল হয়ে যায়।
সংযুক্ত কিষান মোর্চার এই সফলতা কে সম্মান জানিয়ে আজ নবগ্রামে সিপিআই (এম)র গণসংগঠন গুলি এক পথসভায় মিলিত হয় নবগ্রাম বাস স্ট্যান্ড মোড় এ। পথসভায় বক্তব্য রাখেন কৃষক নেতা আমির আলী, খেতমজুর নেতা জুয়েল শেখ, সিটু নেতা উজ্জ্বল রায়, যুব নেতা রাজীব কাঠমা প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন কৃষক নেতা মুকুল মন্ডল।