Reported By:- Masud Rana
আজ সোমবার দুপুরে জলঙ্গীর ১৪১ নং বিএসএফ ব্যাটালিয়নের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী টলটলি ফরাজিপাড়া এলাকা দিয়ে মোটর সাইকেলে করে চালের বস্তার মধ্যে করে ফেন্সিডিল ভরে পাচারের চেষ্টা করছিল দুজন পাচারকারী। সেই সময় বিএসএফের তল্লাসি চালালে বাইক ফেলে ফরাজিপাড়া বাজারের দিকে পালিয়ে যায় ওই দুজন পাচারকারী। এরপর চালের বস্তার মধ্যে ৫৪ টি ফেন্সিডিলের বোতল উদ্ধার হয়। সেই সঙ্গে একটি মোটর সাইকেলও উদ্ধার করেছে বিএসএফ জওয়ানরা। ঘটনার পর টলটলি ফরাজিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য,চর পলাশপুর এলাকায় বেশকিছু ভারতীয় নাগরিকের বসবাস। সেখানকার বাসিন্দারা প্রতিদিন খাদ্যসামগ্রী নিয়ে যায়। সেই সুযোগ নিয়ে চালের বস্তার আড়ালে ফেন্সিডিল পাচারের চেষ্টা করা হচ্ছিল। শেষমেষ কর্তব্যরত বিএসএফ জওয়ানদের তৎপরতায় ফেন্সিডিল পাচার করা রোখা গিয়েছে।