আজ দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস। সারা দেশে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস।।পতাকা উত্তোলনের পাশাপাশি শহিদ বেদীতে মাল্যদান করে স্বাধীনতা আন্দোলনে শহিদ্দের উদ্দেশ্যে তর্পণ করা হচ্ছে। বহরমপুরে ভারত সঞ্চার নিগম লিমিটেডের অফিসেও যথাযথ মর্যাদায় পতাকা উত্তোলন ও শহিদের উদ্দেশ্যে মাল্যদান করা হয়। কেন্দ্রীয় সংস্থার আইএনটিটিইউসির উদ্যোগে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় বিএসএনএল অফিসে। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির সমস্ত কর্মচারী।