Reported By : Masud Rana
১১ ই মার্চ , শনিবার , DA -র দাবীতে ধর্মঘাট। রাজ্যের পাশাপাশি ধর্মঘটের প্রভাব পড়ল মুর্শিদাবাদের ডোমকল মহকুমার একাধিক স্কুলে। ধর্মঘাট সমর্থন করতে স্কুলে আসলো না একাধিক শিক্ষক-শিক্ষিকারা। মুর্শিদাবাদের ভগীরথপুর উচ্চ বিদ্যালয় , ডোমকল বালিকা বিদ্যালয় এর মতো একাধিক স্কুলে আসেননি শিক্ষক শিক্ষিকা। তবে যে সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসেছে তাদের নিয়েই চলছে স্কুলের পঠন পাঠান। চলছে মিড ডে মিল। সরকারি নির্দেশিকা না মেনেই DA-র দাবীতে ধর্মঘট সমর্থন স্কুল শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরে।
ধর্মঘট নিয়ে বক্তব্য স্কুল প্রধান শিক্ষক থেকে শুরু করে স্কুল সভাপতির।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন তার আগেই, স্কুল শিক্ষক থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা DA -র দাবিতে করলেন ধর্মঘট। ধর্মঘট সমর্থন করলেন বহু সরকারি কর্মচারী। DA -র দাবি আদৌ কি মেনে নেবে সরকার। সেটায় দেখার।