Skip to content
DYFI এর ইনসাফ যাত্রা পৌঁছালো মুর্শিদাবাদের জলঙ্গি ও ডোমকলে

DYFI এর ইনসাফ যাত্রা পৌঁছালো মুর্শিদাবাদের জলঙ্গি ও ডোমকলে

Reported By : Masud Rana
১৭ ই নভেম্বর, শুক্রবার, জলঙ্গি ও ডোমকলে বামেদের ডাকা ইনসাফ যাত্রায় ভিড় চোখে পড়ার মতো। DYFI এর ইনসাফ যাত্রা পৌঁছালো মুর্শিদাবাদের জলঙ্গি ও ডোমকলে। শুক্রবার সন্ধ্যা নাগাদ জলঙ্গির কালিগঞ্জ থেকে ভাদুড়িয়াপাড়া ও ডোমকলের রঘুনাথপুর থেকে পায়ে হেঁটে ডোমকল বাসস্ট্যান্ড পৌঁছায় এই যাত্রা। সেখানেই একটি সভার আয়োজন করা হয়। আজকের এই সভা থেকে মোহাম্মদ সেলিম বলেন বাংলার যুবরা বামদের মাত্র চার বছর সাথ দিলে বাংলাকে চাঙ্গা করবো অর্থাৎ বাংলার পরিবর্তনের আনবো।ইনসাফ যাত্রায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম, DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়।এদিনেরেই ইনসাফ যাত্রা থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিধলেন বাম নেতৃত্বরা। অধিকার আদায়ের দাবিতে DYFI এর উদ্যোগে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত শুরু হয়েছে ইনসাফ যাত্রা। শুক্রবার সেই যাত্রা এসে পৌঁছায় মুর্শিদাবাদের জলঙ্গি ও ডোমকলে। আজকের এই সভা মঞ্চ থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক বক্তব্য রাখেন বাম নেতৃত্বরা।

Leave a Reply

error: Content is protected !!