প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি ও তৃণমূলের সংন্ত্রাসের প্রতিবাদে বিজেপি সংখ্যালঘু মোর্চার ধিক্কার মিছিল বহরমপুরে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে এক ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় বহরমপুর জেলা বিজেপি কার্যালয় থেকে। এই ধিক্কার মিছিল গোটা বহরমপুর শহর পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রফিক আলী শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।