মুর্শিদাবাদের জলঙ্গির ব্লকের ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত বেহাল

মুর্শিদাবাদের জলঙ্গির ব্লকের ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত বেহাল

Reported By:- Masud Rana

20 বছরেরও বেশি সময় ধরে বর্ষা আসলেই জলের উপর দিয়েই যেতে হয় স্থানীয় মানুষকে ও খুদেই স্কুল পড়ুয়াদের আর এই সমস্যা প্রত্যেক বছর ৬ মাস আর তাতেই বিপাকে পড়েন মুর্শিদাবাদের জলঙ্গির ব্লকের ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের চরফরাসপুর, উদয় নগরসহ দুই গ্রামের মানুষ ও স্থানীয় চাষীরা স্থানীয় মানুষের দাবি বর্ষাকাল স্থানীয় মানুষের দাবি যে এভাবেই সাঁতরে পার হতে হয় তো নইলে আবার কখনো নৌকার উপর দিয়েই যেতে হয় তাদের আর এটাই বিপাকে পড়ছেন এলাকার মানুষ বলে দাবি স্থানীয় মানুষের দাবি যে সমস্ত স্কুল পড়ুয়ারা রয়েছে তারা বৃষ্টির জল বাড়ার কারণে সেইভাবে স্কুলেও যেতে পারে না পাশাপাশি স্থানীয় চাষীদেরও সমস্যার মুখে পড়তে হয় বৃষ্টির জল ঢুকে যাওয়ায় জলঙ্গির মেইন পয়েন্ট ফরাজিপাড়া ঘাট এলাকায় তবে এই বিষয়ে ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ আলী বলেন এটা আপনাদের মাধ্যমে এবং আমি আজকে জানতে পেরেছি আমি যে সমস্ত ঘাটের মাঝি রয়েছে তাদের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই নৌকার ব্যবস্থা করে দিবো সাধারণ মানুষও স্কুল পড়ুয়াদের কোন সমস্যা হবে না বলেই দাবি গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ আলীর

Leave a Reply

error: Content is protected !!