“Losaa Decano” অতুলনীয় হোম সজ্জার অভিজ্ঞতা প্রকাশ

“Losaa Decano” অতুলনীয় হোম সজ্জার অভিজ্ঞতা প্রকাশ

Reported By:- News Desk

নবরূপে পথ চলা শুরু করলো 'Losaa Decano'। চিনার পার্ক এর PS Aviator ভবনের পঞ্চম তলায় ২৫০০ স্কোয়ার ফিটের এই বুটিকে মিলবে সেরামিক টাইলস্ থেকে শুরু করে স্নানঘরের যাবতীয় জিনিস। 'Losaa Decano' র কর্ণধার রায়না গুপ্তা জানিয়েছেন, নতুন রূপে এই বুটিক শুরু করার মূল উদ্দেশ্য হলো নিজেদের ব্র্যান্ড তৈরি করা। আগে অন্যান্য নামীদামী কোম্পানির সামগ্রী তাঁরা বিক্রি করতেন। এখন নানা জায়গা থেকে এক্সক্লুসিভ জিনিস সংগ্ৰহ করার সঙ্গে সঙ্গে, ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন সামগ্রীর পরিবর্তন ঘটিয়ে ঘর এবং স্নানের ঘর সাজিয়ে দিচ্ছেন তাঁরা। আর এক কর্ণধার বিনোদ কুমার গুপ্তা জানিয়েছেন, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত - সব ধরণের ক্রেতার পছন্দ অনুযায়ী নানা দামের সামগ্ৰী পাওয়া যায় এই শো রুমে।

Leave a Reply

Optimized by Optimole