Reported By : Masud Rana
১ লা সেপ্টেম্বর, শুক্রবার, ডোমকলে Police day উপলক্ষে গাছ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হল। শুক্রবার বিকেলে ডোমকল থানার কন্ফারেন্স হলে গাছ বিতরন করা হয়। এদিন 200 টি নানান ফলের গাছ বিতরন করা হয়। উপস্থিত ছিলেন ডোমকল থানার আইসি জৈতির্ময় বাগচি, ডোমকল বিডিও শ্যামসুন্দর মিশ্র, ব্লক তৃণমূলের সভাপতি হাজিকুল ইসলাম। গাছ বিতরনের পাশাপাশি ডোমকল থানার আইসি কে সংবর্ধনা দিলেন বিডিও শ্যামসুন্দর মিশ্র এবং ব্লক সভাপতি হাজিকুল ইসলাম।