Skip to content
TAPTION Media আয়োজন করতে চলেছে Miss & Mrs. Wave Queen India ২০২৫

TAPTION Media আয়োজন করতে চলেছে Miss & Mrs. Wave Queen India ২০২৫

Reported By Mahatab Chowdhury

  • কলকাতা (৮ মার্চ ‘২৫)-TAPTION Media সকল মিস, মিসেস, ক্লাসিক ও প্লাস সাইজ Queens-দের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার প্রস্তাব নিয়ে এসেছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহের শেষাংশ ও তৃতীয় সপ্তাহের প্রথমাংশ ‘ট্যাপশন মিডিয়া প্রোডাকশনস হাউস’-এর পরিচালনায় ‘মিস অ্যাণ্ড মিসেস ওয়েভ ক্যুইন অব ইণ্ডিয়া’ (Ms. & Mrs. Wave Queen of India) প্রতিযোগিতা।
গতকাল সন্ধ্যায় টালিগঞ্জে এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি রূপে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ‘ট্যাপশন মিডিয়া প্রোডাকশনস হাউস’-এর প্রযোজক নিতু শাহ জানিয়েছেন :


কলকাতা থেকে মন্দারমণিতে যাত্রা করার সময়, এসি টেম্পো ট্রাভেলারের মাধ্যমে আরামদায়ক পিক-আপ এবং ড্রপ-অফ সুবিধা প্রদান করা হবে। উষ্ণ বালির সৈকতের পাশে বিলাসবহুল রিসোর্টে ৪ দিন ও ৩ রাত থাকা ব্যবস্থা, যেখানে প্রাতরাশ, দুপুরের খাবার, সন্ধ্যার খাবার এবং রাতের খাবার অন্তর্ভুক্ত থাকবে।এই যাত্রায় অংশগ্রহণকারী সকল Queens-বৃন্দ বিখ্যাত সেলিব্রিটি অতিথিদের কাছ থেকে তাদের Crown গ্রহণ করবেন এবং বিভিন্ন মিডিয়া বাইট ও সাক্ষাৎকারের মাধ্যমে তাদের অভিজ্ঞতাকে তুলে ধরবেন। স্মৃতি চিহ্নিত করার জন্য দুটি সেট ফটো অ্যালবাম প্রদান করা হবে, যা এই অভিজ্ঞানকে আরও দ্বিগুণ করবে।
এছাড়া তিনি আরো জানান যে –


কলকাতা শহরের প্রধান স্থানে হোর্ডিং ও ব্যানার লাগানো হবে, যা বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছানোর সম্ভাবনা সৃষ্টি করবে। সেনকো গোল্ড, ইন্ডিয়ান সিল্ক হাউস, ও আদি মোহিনী মোহন-এর মতো শীর্ষ ব্র্যান্ডগুলোর সাথে সহযোগিতার সুযোগও থাকবে। এই অনুষ্ঠানে একটি মিউজিক ভিডিও অ্যালবামে অভিষেকের সুযোগ এবং একজন Lucky Queen ট্যাপশন মিডিয়া প্রযোজিত সিনেমায় অভিনয়ের সুযোগ পাবেন। অনুষ্ঠানটি বাংলা চ্যানেলে সম্প্রচারিত হবে, যা আপনাদের অভিজ্ঞতাকে দেশের প্রেক্ষাপটে তুলে ধরবে।

TAPTION Media-এর সাথে আপনার যাত্রাকে স্মরণীয় করে তুলুন!

Leave a Reply

error: Content is protected !!