Reported By : News Desk
উরফি জাভেদ (Urfi Javed) হলেন বি-টাউনের একজন সর্বাধিক চর্চিতা অভিনেত্রী। নিজের পোশাক নিয়ে রাখঢাক তার কোনোদিনই নেই। ভারতীয় নারীদের পোশাকের ট্যাবু ভাঙতে তিনি সিদ্ধহস্তা। আর সেই নিয়ে তাকে নানা সমালোচনা, বিতর্কের সম্মুখীন হতে হয়। তাতে তার কিছুই যায় আসে না।
বরং সেগুলিকে ইন্ধন বানিয়ে নিজেকে আর বেশি করে রঙিন প্রজাপতি করে তোলেন এই মডেল। কখনো সেফটিপিন, কখনো খবরের কাগজ, কখনো ডাস্টবিন ব্যাগ, কখনো আবার শামুকের খোলক- এসব দিয়ে নিজের আব্রু ঢাকতে বেশ পারদর্শী তিনি। তবে এবার তিনি যা করলেন, তা নিয়ে পড়ল শোরগোল।
উরফি যেখানেই যান, তার পিছনে মৌমাছির মতো ছোটেন প্যাপরা। ক্যামেরা যেন তার পিছু ছাড়তেই চায়না। আর এবার এক উদ্ভট পোশাকে লেন্সবন্দি হলেন মুম্বইয়ের এক মডেল। সম্প্রতি তার দেখা মিলল এক রেস্তোরাঁর সামনে। আর এই নিয়ে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।