নবগ্রামে শারদ বুক স্টলের উদ্বোধন
নবগ্রামে শারদ বুক স্টলের উদ্বোধন

নবগ্রামে শারদ বুক স্টলের উদ্বোধন

Spread the love
Reported BY:- তুষার কান্তি খাঁ,নবগ্রাম ,১০ অক্টোবর

নবগ্রামের জনগণের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সিপিআই(এম) নবগ্রাম এরিয়া কমিটির পক্ষ থেকে উদ্বোধন করা হলো শারদ বুকস্টাল। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক এবং সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মুকুল মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, প্রসন্ন মন্ডল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “বইয়ের প্রতি ভালোবাসা এবং শিক্ষা আমাদের সমাজের ভিত্তি। এই বুকস্টালটি নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস তৈরি করতে সাহায্য করবে।”

নেতৃবৃন্দের মতে, আগামী তিনদিন ধরে চলবে এই বুকস্টাল, যেখানে স্থানীয় লেখক এবং প্রকাশকদের বই প্রদর্শিত হবে। অনুষ্ঠানে আগত জনগণকে বই পড়ার জন্য উৎসাহিত করার জন্য বিশেষ কার্যক্রমও গ্রহণ করা হবে। এই উদ্যোগটি নবগ্রামে সাংস্কৃতিক চেতনা পুনরুজ্জীবিত করবে এবং বইয়ের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির লক্ষ্য রাখবে। সিপিআই(এম) এরিয়া কমিটি আশা করছে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো বিস্তৃত হবে, যাতে সকলেই বইয়ের জগতের সঙ্গে সংযুক্ত হতে পারে।

Leave a Reply

Translate »