Skip to content
অঙ্কন স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ধৃত শিক্ষক

অঙ্কন স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ধৃত শিক্ষক

 

সিউড়িতে একটি আঁকার স্কুলে ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে ভাঙচুর, আটক শিক্ষক। সিউড়ির বেনেপুকুর পাড়ার ওই স্কুলের এক ছাত্রীর উপর এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্কুলে এসে চড়াও হয় ওই ছাত্রীর অভিভাবক এবং প্রতিবেশিরা। তারপর ওই শিক্ষককে মারধরের পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ এসে অভিযুক্ত ওই শিক্ষককে আটক করে নিয়ে যায়।অঙ্কন স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ধৃত শিক্ষককে রবিবার সিউড়ির জেলা আদালতের স্পেশাল কোর্টে তোলা হয়। এই ঘটনায় সিউড়ি জেলা আদালতের বিচারক ওই শিক্ষককে পুনরায় আগামীকাল অর্থাৎ সোমবার পকসো আদালতে পেশ করার নির্দেশ দেন।

Leave a Reply

error: Content is protected !!