Reported By Mahatab Chowdhury
বাংলা সঙ্গীত জগতের অন্যতম দিকপাল আরতি মুখার্জি শীঘ্রই একটি নতুন গান নিয়ে আসছেন, যার নাম “পাখি আজ ফিরে এলে, রাখবো না তাকে আর খাঁচার কোনে..”। এই মহৎ শিল্পীর কণ্ঠে গীতিকার ও সঙ্গীত পরিচালক অচিন্ত্য ব্যানার্জি-র সুরে গানটি রেকর্ড হতে চলেছে।
১২ এপ্রিল ২০২৫ সন্ধ্যায় দক্ষিণ দমদম পৌরসভার শ্যামনগর রোডের ‘স্টুডিও লর্ড কৃষ্ণ’-এ গানটির রেকর্ডিং চলছে। এ বিষয়ে আরতি মুখার্জি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেছেন, “গান গাইতে তো আমি ভালোবাসি, গানের শব্দগ্রহণ করার জন্যই তো মুম্বাই থেকে পশ্চিমবঙ্গে এসেছি।”
অচিন্ত্য ব্যানার্জি জানিয়েছেন, “আশা রাখব ৮২ বছর অতিক্রান্ত গায়িকার কণ্ঠ নিঃসৃত এই গান শ্রোতাদের যারপরনাই মুগ্ধ করবে।”
শব্দগ্রহণ কেন্দ্রের কর্ণধার তীর্থঙ্কর সোম, যিনি শিবু নামেও পরিচিত, যোগ করেছেন, “বিগত ২৬ বছর ধরে মান্না দে সহ একাধিক বরেণ্য শিল্পীদের সাথে সুনামের সাথে কাজ করে চলেছে ‘স্টুডিও লর্ড কৃষ্ণ’।”
এই নতুন গানটি বাংলা সংগীত প্রেমীদের জন্য একটি বিশেষ উপহার হতে চলেছে।