Reported By
দিব্যেন্দু গোস্বামী
নিজেদের আত্মরক্ষার জন্য মহিলারা এখন ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু মাত্র ৬ মাস ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল বীরভূম জেলার দুবরাজপুরের পরিনিধি শর্মা। দুর্গাপুর কাইকুসিন ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজিত আন্তঃজেলা Independence Day Cup ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয় দুর্গাপুর গ্যামন ব্রিজ চত্বরে। সেই প্রতিযোগিতায় ৮-১০ বছর বয়সী গ্রুপে অংশগ্রহণ করেছিল দুবরাজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিনিধি শর্মা। ঐ প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে। তাঁকে একটি গোল্ড মেডেল, একটি সার্টিফিকেট এবং একটি ট্রফি প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে। এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১২৫ জন ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। কিন্তু ৮-১০ বছর বয়সী গ্রুপে ৩০ জন অংশগ্রহণ করে। এই ৩০ জন প্রতিযোগীর মধ্যে পরিনিধি শর্মা প্রথম স্থান অধিকার করে। সে দুবরাজপুরের ইউথ কর্ণার ক্লাবের মাঠে প্রশিক্ষণ নেয় প্রশিক্ষক সেনসাই অলক চ্যাটার্জীর কাছে। পাশাপাশি সহ-প্রশিক্ষক সিদ্দিক মিয়ারও এই সাফল্যের পিছনে অবদান রয়েছে। পরিনিধির বাবা পেশায় গ্রীল মিস্ত্রি এবং মা গৃহবধূ। এদিন ক্যারাটে প্রশিক্ষক সেনসাই অলক চ্যাটার্জী জানান, মাত্র ৬ মাস ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে আজ আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল পরিনিধি। তিনি আরও জানান, আজ তো আন্তঃজেলা খেলল কিন্তু আগামী জানুয়ারিতে খড়গপুরে আয়োজিত জাতীয় স্তরের খেলায় চ্যাম্পিয়ন হতে পারবে যদি তাঁর গার্জেন সহযোগিতা করেন।