News আবারও এক মর্মান্তিক পথ দুর্ঘটনা November 25, 2022November 25, 2022 39botenten Reported By : Masud Rana ২৫ শে নভেম্বর, শুক্রবার, মুর্শিদাবাদের ডোমকলে আবারও এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় গুরুতর আহত হয় দুই যুবক। আহত দুই যুবকের নাম আলি মেহেদী রুবেল (২৮) এবং মাইনুল হাসান (২৪)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর জলঙ্গী রাজ্য সড়কের হাড়ুরপাড়া মাঠ এলাকায়। জানা যায়, ওই দুই ব্যক্তি ভাদুড়িয়া পাড়া থেকে ডোমকলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ডোমকলে আসার আগেই হারুরপাড়ার মাঠে অটোর সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই গুরুতর আহত হয় ওই দুই যুবক। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে আলি মেহেদী রুবেলের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আর ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। Share Facebook Twitter Pinterest Linkedin