আবাস যোজনার ঘরের তালিকায় পঞ্চায়েত প্রধানের পরিবারের ১৮ জনের নাম মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পরিবারের ১৮ জনের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। এদিন তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খান এই বিষয়ে বলেন, বিভিন্ন জায়গায় আবাস যোজনার তালিকায় স্বজন পোষনের অভিযোগ রয়েছে। আমরা সেই বিষয়ে তদন্ত শুরু করেছি এবং প্রশাসনকেও এই বিষয়ে জানানো হয়েছে। পাশাপাশি ঘর পাইয়ে দেবার নাম করে যদি দলের কোন নেতা কর্মী এমনকি সরকারী কর্মচারীরা কোন টাকা পয়সা চায় তাহলে দল প্রশাসনের সহযোগিতা নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও জেলা তৃণমূল কার্যালয়ে অভিযোগ বাক্সে অভিযোগ জমা করলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।