নিউজ ডেস্ক:মৃত্যুঞ্জয় রায়
ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের ২০২১ এর ভোট হয়ে গেলো।। মোট ৫৭ জন ভোটে দাড়িয়ে ছিলেন।। তারমধ্যে নির্বাচিত হয়েছেন বিজয় কল্যাণী,সরোজ মুখার্জী,পিয়া সেনগুপ্ত,পল্লবী চ্যাটার্জী, রেশমী মিত্র,সমীরণ দাস,প্রদীপ ছুরিয়াল,অনুপ সেনগুপ্ত,নিমাই পাঞ্জা, রঞ্জু মজুমদার,ঝুমা পাল,সুভাষ দত্ত,শান্তনু চৌধুরী,অমর চক্রবর্ত্তী,মধুসূদন দাস, চিরঞ্জিত সাহা,রাজু।।