Reported by : Masud Rana
৭ ই আগস্ট, সোমবার, মুর্শিদাবাদের কংগ্রেসের জয়ী প্রার্থীদের অপহরণ করে জোর করে তৃণমূলের যোগদান করানোর জন্য মরিয়া তৃণমূল কংগ্রেস। বিগত পঞ্চায়েত ভোটে বেশ কিছু সংখ্যক আসন কংগ্রেস ও সিপিএম পেয়েছে এই কারণে বেশ কিছু পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে। ভোট গঠনের সময় তৃণমূলই সমস্ত দায়িত্বে থাকতে চাই সেই কারণে দিকে দিকে কংগ্রেসের প্রার্থীদেরকে অপহরণ করে জোর করে তৃণমূলে যোগদান করানো হচ্ছে বলে অভিযোগ সেই ভিত্তিতেই আজ কংগ্রেস পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল ও এস পি অফিস ঘেরাও এর কর্মসূচি নেওয়া হয়। কংগ্রেস পার্টি অফিস থেকে মিছিল বেরতেই কিছুটা দূরেই তাদেরকে বহরমপুর থানায় বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স আটকে দেয়। মুষলধারে বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের কারনে এখানেই তাদের কর্মসূচি শেষ করতে হয়। জাতীয় কংগ্রেসের নেতা তথা প্রাক্তন জেলা পরিষদের সভাপতি মোশারফ হোসেন জানান পুলিশ বাহিনীর এখনো আচরণ অভিপ্রেত নয় তবুও তাদের কর্মসূচি সফল হয়েছে বলে জানালেন।