Reported By Mahatab Chowdhury
কলকাতা (১২ জানুয়ারী '২৫): শারীরিক সৌন্দর্যের একদম আলাদা একটি সংজ্ঞায়িতকরণের চেষ্টায় কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে 'মিজ বেঙ্গল'জ ভ্যালেন্টাইন'। এই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেছে 'স্বিজিৎ প্রোডাকশনস' এবং সহযোগিতায় রয়েছে 'অ্যাসোসিয়েশন ফর গ্লোবাল ওমেন এমপাওয়ারমেন্ট' (এ জি ডাব্লু ই)।
এটি ১৬ ফেব্রুয়ারী কলকাতায় অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো মহিলাদের সার্বিক বিকাশের দিকে দৃষ্টি দেওয়া। 'স্বিজিৎ প্রোডাকশনস'-এর প্রতিষ্ঠাতা সায়ন্তনী কোলে বলেন, "সামাজিক ধারণা অনুযায়ী নারী সৌন্দর্য মানেই শারীরিক সৌন্দর্য, কিন্তু আমরা মনে করি এর অভ্যন্তরীণ দিকটিও সমান গুরুত্বপূর্ণ।"
অন্যদিকে, 'এ জি ডাব্লু ই'-এর প্রতিষ্ঠাতা অদ্বিতীয়া দত্ত বণিক জানায়, "আমরা ইতিমধ্যে অংশগ্রহণকারীদের জন্য শিক্ষণ-শিবিরের আয়োজন করেছি যেখানে ব্যাবসা ও শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন।"
এছাড়া, 'রুমা স্কিন অ্যাণ্ড-বিউটি পার্লার'-এর রুমা পণ্ডিত ও 'বিড়লা ভারতী'-র অধ্যক্ষা অপলা দত্ত এই প্রতিযোগিতাকে বর্তমান সময়ে রাজ্যে অনুষ্ঠিত সকল সৌন্দর্য প্রতিযোগিতার তুলনায় নতুনত্বের দাবী রাখার মতো বলে উল্লেখ করেছেন।
এই প্রতিযোগিতা শুধু মহিলাদের আভ্যন্তরীণ সৌন্দর্যকে প্রাধান্য দিতে সাহায্য করবে না, বরং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে, এই আশাতেই সকলেই একত্রিত হয়েছেন।