‘কাদম্বরী আজও’ – G Tv { Go Fast Go Together)
‘কাদম্বরী আজও’

‘কাদম্বরী আজও’

ছোটবেলা থেকেই সিনেমার জগৎ খুব আকর্ষণ করতো তাকে। নাইন টেনে যখনঢ়পাশেরবাড়ির দিদার বাড়িতে আড্ডা দিতেন তখন চুম্বকের মত আকর্ষন করতো আনন্দলোক ,সানন্দা ম্যাগাজিন। সিনেমার পাতায় চোখ ডুবিয়ে স্বপ্ন দেখতেন পরিচালনার।
তবে স্বপ্নের এই জগৎছিল অনেক দূর।একদিক কলকাতাতো অন্যটা আসামের হাইলাকান্দি নামের ছোট্ট শহর।
প্রথম জীবনে কর্পোরেট অফিসে চাকরি,এরপর ইলেকট্রনিক মিডিয়া,নিজের ম্যাগাজিনের এই সব কিছু সামলে 2020 এর জানুয়ারীতে পাড়ি দেন কলকাতায় ।এসে গত দেড় বছরে তিনটে ছবি তৈরী করেছেন। এর আগে কাজ শুরু করেছিলেন প্রযোজক এবং সহপরিচালক হিসেবে ।তার প্রথম ছবি পয়লা এপ্রিল।মহামারীর জন্য ওটিটি তে রিলিজ হয় ছবিটি।এরপর তার পরিচালনায় সর্বভূতেষু এবং অন্তমিল।খুব শিগগীর আসছে তার নতুন ছবি কাদম্বরী আজও।
কাদম্বরী ছবির সাথে কি রবিঠাকুরের নতুন বৌঠানের কোনো সম্পর্ক আছে?
শর্মিষ্ঠা জানান ‘না সম্পর্ক নেই তবে সেই কাদম্বরীর একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর সাবলম্বী কাদম্বরীদের মধ‌্যেও যে বর্তমান তারই ছায়া এই ছবি।
ছবিতে কাদম্বরীর ভূমিকায় অঙ্কিতা চক্রবর্তী,অন্যদিকে সাবিত্রী চাটার্জী ,অমিতাভ ভট্টাচার্য,ইন্দ্রজিৎ মজুমদার,বিশ্বজিত চাটার্জী,রুমকী চট্টোপাধ্যায় কাজ করেছেন।
গোটা ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ,লোঁলেগাও এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button