Skip to content
খড়গ্রামে পুরোনো বিবাদের জেরে খুন এক ব্যক্তি

খড়গ্রামে পুরোনো বিবাদের জেরে খুন এক ব্যক্তি

পুরনো বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে খুন খরগাম থানার বরার গ্রামে। মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত বরার গ্রামে পুরোনো বিবাদের জেরে এক ব্যক্তি কে খুন করল। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার অন্তর্গত বরার গ্রামে। জমির মাঠে কলাই চাষ করার সময় দুঘু হরন ঘোষ (৩৮) নামে এক ব্যক্তি কে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে বলে অভিযোগ। অভিযোগ, প্রতিবেশী বঙ্কিম ঘোষ, শঙ্খ ঘোষ, বিবেক ঘোষ ও রক্ষাকার ঘোষ মারধর করে খুন করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ জমির মাঠ থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

error: Content is protected !!