Skip to content
খেলা দিবস পালন হলো বহরমপুর এফ ইউসি ময়দানে

খেলা দিবস পালন হলো বহরমপুর এফ ইউসি ময়দানে

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলা সহ গোটা রাজ্যে খেলা দিবস উৎসব পালন করা হচ্ছে আজ বহরমপুর এফ ইউ সি ময়দানে মন্ত্রী সুব্রত সাহা এবং জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী পুলিশ সুপার কে শবরী রাজকুমার বহরমপুর পৌরসভার পৌর প্রশাসক জয়ন্ত প্রামাণিক বিশিষ্ট সমাজসেবী নাড়ুগোপাল মুখার্জী ও বিশিষ্ট জনের উপস্থিতিতে আজকে খেলা হবে দিবস পালন হলো মন্ত্রী সুব্রত সাহা জানালেন মুখ্যমন্ত্রী নির্দেশমতো আজকে এই দিনটি পালন করা হয়েছে তিনি আরও বলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো আজকালকার ছেলেমেয়েরা খেলাধুলা থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পরেছে তাই মুখ্যমন্ত্রী এই খেলা হবে দিবস পালন করে পুনরায় যুবসমাজ কে এগিয়ে নিয়ে যেতে চান।

Leave a Reply

error: Content is protected !!