গল্প- পার্থ দত্ত – G Tv { Go Fast Go Together)
গল্প- পার্থ দত্ত

গল্প- পার্থ দত্ত

মাতৃত্ব

পাড়ায় কেউ কোনোদিন দেখেনি তাকে হাড্ডি চেহারা কোনো জৌলুস নেই চেহারার মধ্যে কোথাও কোন মেদ লাগেনি বলে মনে হচ্ছে কতদিন খেতে পায়নি তা কে জানে !

 

পাড়ায় চায়ের দোকানে বসে থাকতে থাকতে সজল দেখছিল সব মেয়ে যে, তার চেহারায় স্পষ্ট বোধহয় খুঁজছিল কোনো রুটির টুকরো একটু খাবারের আশায় সজলের ভাল লাগলো না সে পয়সা দিয়ে দুটো বিস্কুট কিনলো তারপর তার মুখের গোড়ায় গিয়ে বললো, "আঃ আঃ, তু তু " সঙ্গে সঙ্গে কুকুরটা তার ল্যাজ প্রবল ভাবে নেড়ে সজলকে তার কৃতজ্ঞতা জানান দিতে লাগলো সজলের মনটা একটু ভিজলো বটে, কিন্তু একটা অস্বস্তি তার মনকে নাড়া দিতে লাগলো কারণ কুকুরটা তার ভালোবাসার দানকে প্রত্যাখ্যান করেছে কুকুরেরা এই রকমই হয় বোধহয় কুকুরটা না খেতে সজলের মনটা খুব খারাপ হয়ে গেল সে নিশ্চুপ ভাবে বসে রইল ওই বিস্কুট দুটোর দিকে তাকিয়ে

 

হঠাৎ দেখে কুকুরটা বিস্কুট দুটো মুখে করে ছুটতে আরম্ভ করেছে সামনের দিকে সজল এবার সম্বিৎ ফিরে পেল কুকুরটা ছুটছে আর পিছনে ফিরে ফিরে তাকাচ্ছে সজলের দিকে ব্যাপারটা সজলের খুব কৌতূহল জাগানোর মতো লাগলো

সে তাড়াতাড়ি পয়সা মিটিয়ে ছুটতে লাগলো কুকুরটার পিছনে পিছনে কুকুরটার ওই ছোটা দেখে পাড়ার মোড়ে দাঁড়ানো আরও কয়েকটা ছেলেও ছুট লাগালো যে দিকে কুকুরটা গেছে সেই দিকে

 

কুকুরটা মাঝে মাঝে যায় আর পিছন ফিরে যেন ইশারা করে তাদের যাওয়ার জন্যে এইভাবে বড় রাস্তা দিয়ে অল্প কিছুটা ছোটার পর এবার বাঁ দিকে নেমে ঢালু কাঁচা রাস্তা ধরে ছুটতে লাগলো মুখেতে বিস্কুট দুটো ধরা সজল এবং পাড়ার ছেলেগুলোও ওর পিছনে হঠাৎ কুকুরটা একবার ওদের দিকে তাকিয়ে এবারে ঢুকে গেল অপেক্ষাকৃত এক সরু গলিতে সেখানে কিছু কিছু বাড়ি হয়েছে বাকীটা সবই হালকা জঙ্গল সার দেওয়া সব বাড়ি পেরিয়ে শেষ পর্যন্ত শেষ বাড়িটার সামনে এসে দাঁড়ালো কুকুরটা সজলরাও ততক্ষনে সেখানে হাজির কুকুরটা তখনও ল্যাজ দোলাচ্ছে এক লাফ দিয়ে  এক পাঁচিলের ওপর উঠেই আবার প্রান্তে নামলো কুকুরটা সজলরা একটু এগোতেই দেখে যে সেখানে ভাঙা একটা বিরাট জলের ট্যাঙ্ক সেই দিকে দৃষ্টি পড়তেই দেখে কতগুলো সুন্দর সুন্দর কুকুরবাচ্চা বেরিয়ে এল তার ভিতর থেকে মায়ের আগমনবার্তা পৌঁছে গেছে তাদের কাছে সজলরা এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাদের দিকে কালো-সাদা দুটো, একটা লালচে ধরনের আর একটা একদম সাদা   তাদের মা মুখের বিস্কুটদুটো তাদের সামনে ফেলে রেখে পরম মমতায় তাকিয়ে আছে তাদের দিকে আর বাচ্চারা মায়ের দুধ খেতে ব্যস্ত সে এক নয়নাভিরাম দৃশ্য !

 

সজল ছেলেগুলোকে বললো তোরা এখানে থাক আমি আসছি বলে সেখান থেকে বেরিয়ে গেল সে তার কিছুক্ষণ পরেই সে ফিরে আসলো এক হাতে ভাত-ডাল-মাছ নিয়ে আর অন্য হাতে বিস্কুটের একটা ঠোঙা নিয়ে সজল গিয়ে মা কুকুরটাকে একটু দূরে ডাকলো, তার সামনে মেলে ধরলো ভাত, মাছ এই সব কুকুরটা ল্যাজ নেড়ে যেতেই লাগলো আর খেতে লাগলো সেই সব খাবার দেখে মনে হল, কতকাল সে খেতে পায়নি দেখতে দেখতে সজলের চোখে কখন যে দু ফোঁটা জল গড়িয়ে পড়েছে, সে জানতেও পারেনি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button