গ্রামে বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মন্দির নির্মাণের অভিযোগ – G Tv { Go Fast Go Together)
গ্রামে বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মন্দির নির্মাণের অভিযোগ

গ্রামে বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মন্দির নির্মাণের অভিযোগ

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের জোড়দিঘী দাসুল গ্রামে বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মন্দির নির্মাণের অভিযোগ তুলে সরব হলেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। জানা যায় দাশুর গ্রামে একটি জুনিয়র হাই স্কুল একটি আইসিডিএস সেন্টার ও একটি প্রাইমারি স্কুল রয়েছে সেই সঙ্গে বহু বছর ধরেই স্কুলের উদ্দেশ্য দান করা বিশাল আকার মাঠ রয়েছে স্কুল সংলগ্ন। বহু বছর ধরেই স্কুলের এই মাঠে বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি গ্রামের প্রতিযোগিতামূলক ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়। এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দের অভিযোগ গতকাল এলাকার কিছু হঠকারী মানুষজন স্কুলের এই মাঠে মন্দির নির্মানের জন্য খনন কাজ শুরু করে। হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বৃহস্পতিবার অবিলম্বে এলাকার মাঠে মন্দির নির্মাণ কাজ বন্ধের দাবিতে বংশীহারী ব্লকের বিডিও সুদেষ্ণা পালের কাছে ডেপুটেশন জমা দেন দাসুল এলাকার আদিবাসী মানুষজন। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিডিও অফিস চত্বরে পুলিশের সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছিল বংশীহারী থানার পক্ষ থেকে।

Leave a Reply

Translate »
Call Now Button