বীরভূমের দুবরাজপুর পৌরসভার অন্তর্গত কোল্ড স্টোরে এক ব্যক্তির বাড়ি থেকে চুরি যাওয়া কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। জানা যায়, রবিবার রাত্রে বিপ্লব দাসের বাড়ি থেকে এক ব্যক্তি চুরি করে নিয়ে যায় সোনা ও রুপোর গহনা। বিপ্লব দাস দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। দুবরাজপুর থানার পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করে এবং ওই সমস্ত সোনা ও রুপোর গহনা গুলো উদ্ধার করে। আজ দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন ঐ চুরি যাওয়া গহনা গুলো তুলে দেন প্রকৃত মালিকের হাতে। পুলিশের এই কাজে স্বাভাবিকভাবে খুশি বিপ্লব দাস।