ছাত্রছাত্রীদের ভর্তির দাবিতে তালাবন্ধ করে রাখা হল অধ্যক্ষকে – G Tv { Go Fast Go Together)
ছাত্রছাত্রীদের ভর্তির দাবিতে তালাবন্ধ করে রাখা হল অধ্যক্ষকে

ছাত্রছাত্রীদের ভর্তির দাবিতে তালাবন্ধ করে রাখা হল অধ্যক্ষকে

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের ভর্তির দাবিতে অধ্যক্ষ গৌতম চ্যাটার্জিকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখালেন ছাত্ররা। আন্দোলনকারী ছাত্র বিশ্বরূপ দাস জানান, আমাদের স্থানীয় ৫০০ জন ছাত্রছাত্রী ফর্ম ফিলাপ করেছে অথচ তাঁরা ভর্ত্তি হতে পারছে না। তাই তাঁদেরকে অবিলম্বে ভর্ত্তি করতে হবে এটাই আমাদের দাবী। আমাদের দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামব। অন্যদিকে হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জি জানান, আমাদের যতগুলো সিট পাস কোর্সে আছে তার থেকে দ্বিগুণ অনলাইনে দরখাস্ত জমা পড়েছে। আমরা অনলাইন এপ্লিকেশন পেয়েছি আর পরপর ভরতি করে যাচ্ছি। কিন্তু সিট শেষ হতে চলল অথচ ওয়েটিং লিস্ট শেষ হচ্ছে না। ছাত্ররা দাবী করেছে স্থানীয় ছেলেমেয়েরা কোথায় যাবে। তাঁদের অবিলম্বে ভর্ত্তি নিতে হবে। কিন্তু আমার হাত বাঁধা কারন সিট সীমাবদ্ধ আর অনলাইনে ফর্ম পূরণ করতে হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ে বিষয়টি জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button