জল ট্যাঙ্কই সার। অমিল জল সরাবরাহ পরিষেবা – G Tv { Go Fast Go Together)
জল ট্যাঙ্কই সার। অমিল জল সরাবরাহ পরিষেবা

জল ট্যাঙ্কই সার। অমিল জল সরাবরাহ পরিষেবা

জল ট্যাঙ্কই সার। অমিল জল সরাবরাহ পরিষেবা। ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়দের একাংশের অভিযোগের আঙ্গুল বর্তমান সরকারের দিকে। ডোমকলের ৫ নং সারাংপুর পঞ্চায়েতের জোড়গাছা গ্রাম। রাস্তাঘাট খারাপ থাকলেও দুই হাজারের বেশী মানুষের বসবাস এই গ্রামে। কিন্তু সেই এলাকায় নেই জল সরাবরাহ পরিষেবা। জল ট্যাঙ্ক আছে। অপারেটার রয়েছে। বেতন ও পাচ্ছেন জল ট্যাঙ্ক অপারেটারেরা। কিন্তু জল পরিষেবার জন্য চালুই হলো না জল ট্যাঙ্ক। জানাযায়, পূর্বতন ডোমকলের সিপিআইএম বিধায়ক আনিসুর রহমানের সময়ে ২০০৯ সালে শিলান্যাস করা হয় জোড়গাছার এই জল ট্যাঙ্ক টি। রিতীমতো ২০১২ সালের মধ্যে প্রায় সব কাজ হয়ে যায়। কিন্তু তারপরেও এখনও চালুই হলো না জল ট্যাঙ্কটি। গ্রামের মানুষ আয়রন এবং আর্সেনিক যুক্ত জল খেয়ে জীবন ছাপন করলে নানান অসুখে ভুগতে হয় তাদের। ফলে কিছুটা সুরক্ষিত থাকতে বাড়িতেই টিনের বক্সে বালি এবং যাবতীয় জিনিসপত্র ব্যাবহার করে ফিল্টার করে জল পান করছেন জোড়গাছার মানুষজন। ক্ষোভে পড়ে সময় সময় ভেঙ্গে ফেলার কথা প্রকাশ করছেন স্থানীয়দের একাংশ। সরকারের গাফিলতির বর্ণনা তুলে ধরেন। স্থানীয়দের মধ্যেই প্রাক্তন সিপিঅইএম পঞ্চায়েত সদস্য আব্দুল কাদের সেখ বলেন, বিধায়ক আনিসুর রহমানের আমলে কাজ হওয়ায় এখনকার নেতারা কাজ করতে চাইছেন না। কেননা কাজটি করলেও আনিসুর রহমানেরিই নাম হবে বলে। যদিও সারাংপুর পঞ্চায়েত প্রধান কিমকিম বিবির স্বামী আসাদুল ইসলাম বলেন, ওদের কথায় কান দিই না। ওরা পারেনি আমরা এখন সবার সাথে কথা বলে দেখবো কিভাবে করা যায়।

Leave a Reply

Translate »
Call Now Button