দুটি তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত বালিপাড়া এলাকায়, জানাযায়ী একটি পাট খেতে, দুটি তাজা সকেট বোমা একটা ব্যাগে দেখতে পায়, তারপরই স্থানীয় বাসিন্দারা, ভগবানগোলা থানায় খবর দেয় ভগবানগোলা থানার পুলিশ এসে, জায়গাটিকে ঘিরে রাখে, ইতিমধ্যেই বম স্কট এর কর্মীরা এসে, বঙ্গলী কে নিষ্ক্রিয় করবার কাজ শুরু করেছে,