শিবের মাথায় জল ঢেলে তারকেশ্বর থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথগঞ্জের মঙ্গলজোনে দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ছোটো গাড়িতে একটি ট্রেলার পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় দুই যুবক গুরুতর জখম হন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যালে রেফার করা হয়েছে। জখমদের বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।