REPORTED BY:- MASUD RANA
বৃহস্পতিবার ইসলামপুর থানার বালুমাটি এলাকায় এক জলাশয় থেকে মোট তিনটি তাজা সকেট বোমা উদ্ধার করল ইসলামপুর থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য। কে বা কারা এই বোমা-গুলি মজুদ করেছিল তার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।