তৃতীয় ডি ওয়াই এফ আই নবগ্রাম লোকাল কমিটির সম্মেলন

তৃতীয় ডি ওয়াই এফ আই নবগ্রাম লোকাল কমিটির সম্মেলন

REPORTED BY:- তুষার কান্তি খাঁ

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নবগ্রাম লোকাল কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল নবগ্রামে। সম্মেলন মঞ্চে এর নামকরণ করা হয় শহীদ কমরেড মইদুল ইসলাম এর নামে, সম্মেলনস্থলের নামকরণ করা হয় কমরেড সেলিম মোল্লা র নামে।

শহীদ বেদীতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এ দিনের সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি নাসিম উদ্দিন শেখ। সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সম্পাদক রাজিব কাঠমা। সম্পাদকীয় প্রতিবেদন এর উপর আলোচনা করেন ৩ জন প্রতিনিধি। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সন্দীপন দাস, যুব নেতা সৈয়দ নুরুল হাসান প্রমূখ। I সম্মেলন থেকে 13 জনের একটি কমিটি তৈরি করে, নাজিমুদ্দিন শেখ কে সম্পাদক, রাজিব কাঠমা কে সভাপতি করা হয়।

Leave a Reply

error: Content is protected !!