মুর্শিদাবাদের নবগ্রাম থানার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের ধারে রিনা টেলিকম মোবাইলের দোকানে প্রায় 4 লক্ষ 30 হাজার টাকা মোবাইল সামগ্রী বৃহস্পতিবার গভীর রাত্রে একদল দুষ্কৃতী ডাকাতি করে দোকানের ছাদ কেটে ঢুকেছে বলে পুলিশের অনুমান। ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ আছে এবং তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ।