দুবরাজপুর ধর্মশালায় বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার। এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বীরভূমের দুবরাজপুর ধর্মশালায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। এদিন এই অনুষ্ঠানে রাজনৈতিক কারণে যাঁরা প্রাণ হারিয়েছেন সেই বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের হাতে একটি করে স্মারকলিপি তুলে দেওয়া হয় এবং তাদের সম্মাননা জানানো হয়।