Skip to content
দুয়ারে সরকার কর্মসূচি চালু হলো সিউড়ী এক নম্বর ওয়ার্ডে

দুয়ারে সরকার কর্মসূচি চালু হলো সিউড়ী এক নম্বর ওয়ার্ডে

Reported by দিব্যেন্দু গোস্বামী

বীরভূমের সিউড়ি পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ড অর্থাৎ বড় বাগান এলাকায় চালু হলো দুয়ারে সরকার প্রকল্প। দুয়ারে সরকার প্রকল্পের পাশাপাশি পুনরায় চালু হলো পাড়ায় সমাধান কর্মসূচিও। এদিন এই দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। এর পাশাপাশি সাধারণ মানুষকে সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এইসকল ক্যাম্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। গত দুয়ারে সরকার কর্মসূচিতে যেমন সকলের পাখির চোখ ছিল স্বাস্থ্য সাথী প্রকল্প, ঠিক তেমনই এবার পাখির চোখ হলো লক্ষীর ভান্ডার। ইতিমধ্যেই এই প্রকল্পের আবেদন করার জন্য এলাকার হাজার হাজার মহিলারা লাইন দিয়েছেন সকাল থেকেই।

Leave a Reply

error: Content is protected !!