কলকাতা (১৫ ফেব্রুয়ারী '২৫): আগামী বাংলা নববর্ষে নতুন ভাবে আত্মপ্রকাশ করতে চলেছেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। কলকাতার একটি সাংবাদিক সম্মেলনে সঙ্গীত পরিচালক সুধীর দত্ত জানিয়েছেন, "আমারই সুর সংযোজনায় আগামী বাংলা নববর্ষের আগেই দেবলীনার কণ্ঠে প্রথম গান রেকর্ড করা হবে।"
সুত্র জানিয়েছে, দেবলীনা তার অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি গানেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তিনি বলেন, "সম্প্রতি আমার জন্য সুধীর দত্ত অসাধারণ একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন, যার নাম 'তোর নামে নীল খামে'।"