নয়া ফটোশুটে চর্চিত মিমি চক্রবর্তী ! – G Tv { Go Fast Go Together)
নয়া ফটোশুটে চর্চিত মিমি চক্রবর্তী !

নয়া ফটোশুটে চর্চিত মিমি চক্রবর্তী !

Reported By:- Subham Roy

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) একই সাথে রাজনীতি ও বিনোদন জগৎ সামলাচ্ছেন। অভিনেত্রী-সাংসদ মিমিকে কখনও দেখা যাচ্ছে বাজেট পেশের দিন সংসদ ভবনে, কখনও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। নিজের বিভিন্ন ফটোশুট শেয়ার করেন মিমি। পাশাপাশি তিনি একজন ইউটিউব ভ্লগার। ভ্লগার হিসাবেও মিমি সফল। সম্প্রতি নিজের নতুন ফটোশুট শেয়ার করেছেন মিমি। ইন্সটাগ্রামে মিমির শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে সবুজ রঙের অফ শোল্ডার ড্রেস। ড্রেসটি শর্ট। এই ড্রেসটি লেদারের। এই পোশাকের সাথে মিমি কোনো অ্যাকসেসরিজ পরেননি। চুলও যথেষ্ট মেসি। হালকা মেকআপ করেছেন তিনি। তবে শরীরের উন্মুক্ত অংশে সামান্য বডি গ্লিটার ব্যবহার করেছেন মিমি। ছবিগুলি শেয়ার করে মিমি লিখেছেন, সবুজের উদ্দেশ্যে। এই ক্যাপশনের সাথেই মিমি জুড়েছেন টবে বসানো গাছের ইমোজি। মিমির ছবিতে কমেন্ট করে মধুমিতা সরকার (Madhumita Sarcar) লিখেছেন, মিমির সৌন্দর্য তাঁকে যেন মেরে ফেলছে। প্রত্যুত্তরে মিমি মধুমিতার উদ্দেশ্যে পোস্ট করেছেন লাল রঙের হার্ট ইমোজি ও চুম্বনের ইমোজি। অনুরাগীদের পছন্দ হয়েছে মিমির ছবিগুলি। তবে নেটিজেনদের একাংশ তাঁকে ট্রোল করে লিখেছেন, মিমি যেন বাথরুমে লাইন দিয়েছেন। পয়লা ফেব্রুয়ারি, বাজেট পেশের দিন দিল্লির সংসদ ভবনে মা-বাবার সাথে পৌঁছে গিয়েছিলেন মিমি। সংসদ ভবনে দাঁড়িয়ে মা-বাবার সাথে ছবি তুলে রীতিমত আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। মিমি বলেন, তাঁর জন্মের দিন ছিল মা-বাবার কাছে শ্রেষ্ঠ দিন। তবে এই দিনটি তাঁদের জীবনের দ্বিতীয় আনন্দের দিন। মিমির বাবাই তাঁকে এই কথা জানিয়েছেন। বর্তমানে একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করছেন মিমি। বাংলায় সবচেয়ে বেশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট তিনিই করেন। গত বছর মিমি অভিনীত ফিল্ম ‘মিনি’ রিলিজ করলেও তা বক্স অফিসে সফল হয়নি। গত বছরের শেষে রিলিজ করেছিল মিমির আরও একটি ফিল্ম ‘খেলা যখন’। বক্স অফিসে তাও অসফল। অপরদিকে শিবপ্রসাদ (Shibaprashad)-নন্দিতা (Nandita) জুটির পরিচালনায় হিন্দি ফিল্ম ‘পোস্ত’-র মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন মিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button