নাজিরপুর সারদা বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে মা সারদার আদর্শ রোমন্থন ও দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ – G Tv { Go Fast Go Together)
নাজিরপুর সারদা বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে মা সারদার আদর্শ রোমন্থন ও দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ

নাজিরপুর সারদা বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে মা সারদার আদর্শ রোমন্থন ও দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ

 

তেহট্ট থানার অন্তর্গত নাজিরপুর সারদা বালিকা বিদ্যালয়ের 2004 সালের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রধান শিক্ষিকা শ্রীমতি মঞ্জু সরকারের ইচ্ছা ছিল সারদা মায়ের একটি পূর্ণাঙ্গ মূর্তি বিদ্যালয়ে প্রতিস্থাপন করা। কিন্তু আর্থিক অনটনের জন্য তা সম্ভব হয়নি।গভমেন্ট স্পনসর্ড হবার পর বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি প্রদিপ্ত দাস বিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে 16 টি চারা গাছ লাগানোর ব্যবস্থা করেন এবং একটি মুক্ত মঞ্চ নির্মাণ করেন যার নাম দেয়া হয় বিবেকানন্দ মঞ্চ। সেইসঙ্গে গাছগুলি ও আজ সবুজ রঙের মাথা তুলে দাঁড়িয়েছে।বিদ্যালয়ের শোভাবর্ধন হয়েছে
আজ 10 ই জুলাই করণা বিধিকে লংঘন না করে ওই মূর্তি উন্মোচিত হবে এবং সেইসঙ্গে বিবেকানন্দ মঞ্চ থেকে নাজিরপুর পাশেই আছি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মা সারদার আদর্শ রোমন্থন করে 100 জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…. তেহট্ট বিধানসভার বিধায়ক তাপস কুমার সাহার। মহাকুমাশাসক মৌমিতা সাহা। চলচ্চিত্র জগতের বাউল সংগীতশিল্পী মনসুর ফকির ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button