Skip to content
নিম্নচাপের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২০-২৫টি মাটির বাড়ি

নিম্নচাপের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২০-২৫টি মাটির বাড়ি

বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গজালপুর আদিবাসী পাড়ায় নিম্নচাপের অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ২০ থেকে ২৫টি মাটির বাড়ি। বুধবার দিনভর বৃষ্টির কারণে এই সকল বাড়িগুলি ক্ষতির সম্মুখীন হয়। একাধিক বাড়ির দেয়াল ভেঙ্গে পড়তে শুরু করেছে ঘর বাঁচাতে স্থানীয় বাসিন্দারা দেওয়ালগুলিকে লাঠি দিয়ে ঠেকা দিয়ে রেখেছেন। বেশকিছু বাড়ি ইতিমধ্যে ভেঙেও পড়েছে। এমত অবস্থায় দিশাহীন হয়ে পড়া ঐসকল আদিবাসী মানুষেরা প্রশাসনিক সাহায্যের দাবি তুলেছেন।

মূলত গত দুদিন ধরে লাগাতার এই বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এই সকল বাড়িঘর। তবে ক্ষতির আশঙ্কা বুঝে অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ায় হতাহতের কোনো খবর নেই।

Leave a Reply

error: Content is protected !!