আজ ২১শে মে- প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস। বরাবর আজকের এই দিনটিকে যথেষ্ট মর্যাদার সাথে পালন করা হয়ে থাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। একই ভাবে আজ তাঁর ৩৪ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হ'ল মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এই উপলক্ষে এদিন সকালে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হন কংগ্রেস নেতৃত্ব সহ দলের কর্মী ও সমর্থকরা। সেখানে প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী প্রয়াত ও রাজীব গান্ধীর বিষয়ে জানালেন তামিলনাড়ুতে লোকসভার প্রচারের জন্য গিয়েছিলেন ১৯৯১ সালের ২১ মে । রাজীব গান্ধীর পরিবার শুধু নয়, গোটা দেশব্যাপী শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল সেই দিন । সেই দিনের পুরো দুর্ঘটনার বিষয় ব্যক্ত করলেন সবার কাছে। রাজীব গান্ধী মহিলাদের জাগরন ও উন্নতির বিষয়ে যে সংকল্প নিয়েছিলেন সে বিষয়েও অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ করলেন তিনি আরো বললেন ভারতবর্ষে ভোট দেওয়ার যে বয়স অর্থাৎ ২১ বছর সেটাকে কমিয়ে ১৮ বছরে নিয়ে এসেছিলেন রাজীব গান্ধী । রাজীব গান্ধীর অনুপ্রেরণায় নবগ্রাম থেকে অধীর চৌধুরীর ভোটে দাঁড়ানোর স্মৃতিচারণও তিনি করলেন এবং যে ভয়াবহ মুহূর্ত সেই সময় ঘটেছিল সেটাও তিনি জানালেন তার বক্তব্যের মধ্যে তিনি আরো বললেন তার কংগ্রেসের যোগদান যখন বহরমপুরে ওয়াইমের মাঠে হয়েছিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর সাথে তার সেই প্রথম সাক্ষাতের যে অভূতপূর্ব মুহূর্ত সেটার কথাও তিনি স্মৃতিচারণ করলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব সহ বহরমপুর ব্লক কংগ্রেস ও টাউন কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকরা।