মানুষের অসচেতনতা এবং প্রশাসনিক ঔদাসীন্যের জন্য পরিবেশ আজ দূষিত হচ্ছে।এর ফলে নিত্য নতুন রোগের শিকার হচ্ছে মানুষ। মানুষের গড় আয়ু কমে গেছে । এই পরিস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে হাওড়া জেলা ' জীব বৈচিত্র্য পরিষদ ' বিশ্ব পরিবেশ দিবস "বৃক্ষ রোপন" করে পালন করল বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের নিউট্রিশন গার্ডেনে ভারতীয় বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপণ করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা জীব বৈচিত্র্য পরিষদের কো অর্ডিনেটর প্রণব সামন্ত,ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদিপ ঘোষ ,সমাজ কর্মী অতসী মণ্ডল,ইতিহাস গবেষক অর্ণব দত্ত,অধ্যাপিকা ও কবি বাচিক শিল্পী মৌটুসী বীর,বড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত।