Reported By : Binay Roy
১ লা আগস্ট , মঙ্গলবার, পাট জাগ দেওয়ায় শুরু হয়েছে মাছের মরক, চিন্তায় চালতিয়া বিলের মৎস্য চাষিরা। গত বছরের মতো এবারেও মাছের মরক শুরু হয়েছে বহরমপুরের চালতিয়া বিলে। আর এই মাছের মরকের মূল কারণ হিসাবে দেখছেন, বিলে পাট জাগ দেওয়ার ফলে বিলের জলে পচা পাটের গন্ধ। আর সেই গন্ধে বিলের মাছ অক্সিজেনের অভাবে মরতে শুরু করে। ইতিমধ্যে চাল দিয়া বিলে অসংখ্য পাট জাগ দেওয়া হয়েছে। ভাকুড়ি মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক বিনয় হালদার জানিয়েছেন, গত বছর ২ রা আগস্ট চালতিয়া বিলে পাট জাগ দেওয়ার ফলে কয়েক কোটি টাকার মাছ মারা যায়। তারফলে প্রায় ৬ মাস সমিতির মৎস্য চাষিদের রুজি রোজকার বন্ধ হয়ে যায়। এবারও তাদের সেই আশঙ্কা রয়েছে। আর তার জন্যই আগে থেকে এলাকায় মাইক দিয়ে প্রচার করেন এবং বিলের চারিধারে ফেস্টুন ব্যানার টাঙিয়ে পাট জাগ দিতে নিষেধ করা হয়েছে।